মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার

রাজধানীর ওয়ারীতে ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার

রাজধানীর ওয়ারী হিয়ার স্ট্রিট এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে ওয়ারীর জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাটের খাটের ওপর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন মো. মুহিদ (৩২) ও তাঁর স্ত্রী আইরিন আক্তার (৩০)। পুলিশের ধারণা, স্বামীর মৃত্যুর পর আত্মহত্যা করেছেন তাঁর স্ত্রী।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমদ বলেন, মো. মুহিদ ক্যানসারে আক্রান্ত ছিলেন। কয়েক দিন আগে হয়তো তিনি মারা গিয়েছেন। কারণ, তাঁর মরদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়। হয়তো স্বামীর মৃত্যুতে বিষণ্ন হয়ে মুহিদের স্ত্রী আইরিন আত্মহত্যা করে থাকতে পারেন।

বাসায় মালিক নুর হোসেন বলেন, এ দম্পতি পাঁচ থেকে ছয় বছর ধরে তাঁর ফ্ল্যাটে ভাড়া ছিলেন। মুহিদ অসুস্থ শুনেছেন। তাই গত আগস্ট মাস থেকে ভাড়া দিতে পারছিলেন না। ফোনে গত বৃহস্পতিবার ভাড়া আনতে বলেছিলেন তাঁরা। তবে ভাড়ার জন্য ফোন দিলেও তাঁরা ধরেননি। পরে কোনো উপায় না পেয়ে ওই বাসায় গিয়ে দেখতে পান ফ্ল্যাটের মূল দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাঁদের মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত মুহিদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার আড়াইকান্দি গ্রামে। আর আইরিনের বাড়ি একই জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াজিবাড়ি এলাকায়।