
এক দফা দাবিতে আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধের কর্মসূচি দিয়েছে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন।গতকাল মঙ্গলবার সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। এক দফা দাবিটি হলো—১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি।