ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের উপস্থিতিতে ঢাকা আলিয়া মাদ্রাসার দক্ষিণ পাশের একটি মাঠ উদ্বোধনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে
ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের উপস্থিতিতে ঢাকা আলিয়া মাদ্রাসার দক্ষিণ পাশের একটি মাঠ উদ্বোধনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে

বকশীবাজার খেলার মাঠে প্রবেশে বাধা এলে জানাতে বলেছে ঢাকা দক্ষিণ সিটি

বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে জনসাধারণের প্রবেশ ও খেলাধুলায় অংশগ্রহণে কোনো ব্যক্তিবিশেষ ও গোষ্ঠী কর্তৃক বাধাপ্রাপ্ত হলে তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে জানাতে অনুরোধ করেছে সংস্থাটি।

এ নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে সেখানে বলা হয়, মাঠে প্রবেশে বাধা এলে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণকক্ষের +৮৮০২২২৩৩৮৬০১৪ টেলিফোন নম্বরে যাতে যোগাযোগ করে তথ্য দেওয়া হয়।

ঢাকা আলিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে অবস্থিত খেলার মাঠ উদ্বোধন করতে গেলে গতকাল বুধবার মেয়র শেখ ফজলে নূর তাপসের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটে।

হামলার কারণ অনুসন্ধানে জানা গেছে, ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এ মাঠকে ‘ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ’ নামকরণ হিসেবে দেখতে চান। দক্ষিণ সিটি করপোরেশন এ মাঠের নাম দিয়েছে ‘বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ’। মাঠের নামকরণ নিয়েই মূলত গতকালের ঘটনা ঘটেছে।

ঢাকা আলিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে অবস্থিত মাঠের মালিকানা আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করে আসছে। একই সঙ্গে কারা কর্তৃপক্ষ বলছে, ওই মাঠের মালিক তারা। এ মাঠ তারা প্যারেড গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে।

এ নিয়ে ঢাকা আলিয়া মাদ্রাসা ও কারা কর্তৃপক্ষের মধ্যে আদালতে মামলা চলছে। এমন প্রেক্ষাপটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এ মাঠ সংস্কারের উদ্যোগ নেয়। এ মাঠের সংস্কার কার্যক্রম শুরু করতে গিয়ে বাধার মুখে পড়েন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশলীরা।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্বশীল এক প্রকৌশলী প্রথম আলোকে বলেন, ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা চাচ্ছেন এ মাঠের নামকরণ করা হোক ‘ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ’। দক্ষিণ সিটি করপোরেশন এ মাঠের নাম দিয়েছে ‘বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ’। মাঠের নামকরণ নিয়েই ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের আপত্তি ছিল। এ কারণেই তাঁরা হামলা চালিয়েছেন।

এদিকে আজ দক্ষিণ সিটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর তৃতীয় তফসিলের ধারা ২৪.৩ ও ২৪.৪ অনুযায়ী করপোরেশনের আওতাধীন এলাকায় সর্বসাধারণের সুবিধা ও চিত্তবিনোদনের জন্য উদ্যান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং উদ্যান উন্নয়নের জন্য উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করার এখতিয়ার সিটি করপোরেশন সংরক্ষণ করে।