ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে চলছে শিল্পী রবিউল ইসলামের চিত্র প্রদর্শনী ‘জলরং যাত্রা’। চারুকলার জয়নুল গ্যালারিতে ৯ ফেব্রুয়ারি এ প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য।
দেশে–বিদেশে শিল্পী রবিউল ইসলামের দলগত কয়েকটি প্রদর্শনী হলেও তাঁর চিত্রকর্মের এটি প্রথম একক প্রদর্শনী। এই প্রদর্শনীতে শিল্পীর ১৯৯১ থেকে ২০২১ সাল পর্যন্ত আঁকা ৬৭টি ছবি প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবী বলেন, ‘জল রং একটি কঠিন মাধ্যম। এ মাধ্যমে কাজ করতে একজন শিল্পীকে অবশ্যই দক্ষ হতে হবে। অন্য মাধ্যমগুলোয় যেমন ভুল হলেও সংশোধন করা যায় কিন্তু জল রংয়ের ক্ষেত্রে তা কখনোই সম্ভব নয়। শিল্পী রবিউল ইসলাম জল রং মাধ্যমে যথেষ্ট পারদর্শিতার প্রমাণ রেখেছেন।’
শিল্পী রবিউল ইসলাম মূলত সিরামিক বিষয়ে শিক্ষকতা করছেন। পাশাপাশি তিনি নানা মাধ্যমে ভাস্কর্য নির্মাণ এবং পেইন্টিং করেন।
প্রদর্শনী চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।