কোর্ট রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান
কোর্ট রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান

কোর্ট রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি লিটন, সাধারণ সম্পাদক মামুন

কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) নতুন সভাপতি হয়েছেন বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন মাহমুদ। সাধারণ সম্পাদক হয়েছেন রাইজিং বিডি ডট কম–এর নিজস্ব প্রতিবেদক মামুন খান।

মঙ্গলবার ঢাকার নিম্ন আদালতে সংগঠনটির কার্যালয়ে সাধারণ সভায় ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন সিআরইউয়ের উপদেষ্টা আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। আগামী এক বছর এই কমিটির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সিআরইউয়ের নতুন কমিটির সহসভাপতির দায়িত্ব পেয়েছেন দ্য ডেইলি স্টারের প্রতিবেদক এমরুল হাসান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সকাল-সন্ধ্যার নিজস্ব প্রতিবেদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক নাইমুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক জনবাণীর জ্যেষ্ঠ প্রতিবেদক আজহারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ।

নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য হয়েছেন বাংলানিউজ ২৪ ডট কমের জ্যেষ্ঠ প্রতিবেদক খাদেমুল ইসলাম ও ইন্ডিপেন্ডেন্ট টিভির নিজস্ব প্রতিবেদক তসলিম হোসেন।