
রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকা থেকে আদি ইবনে জামান নামের ১৩ বছর বয়সী এক কিশোর দুই দিন ধরে নিখোঁজ। সে ঢাকার বিএএফ শাহীন কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
আদি ইবনে জামানের পরিবার জানায়, গত রোববার সকাল সোয়া নয়টার দিকে বাসা থেকে বেরিয়ে সে আর বাসায় ফেরেনি। এ ঘটনায় সোমবার তাঁর বাবা মনিরুজ্জামান কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, নিখোঁজের পর বিভিন্ন স্থানে ছেলের খোঁজ করেছেন, কিন্তু সন্ধান মেলেনি।
এ ঘটনা তদন্ত করছেন কাফরুল থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, নিখোঁজ আদি ইবনে জামান সঙ্গে কোনো ডিভাইস (ইলেকট্রনিক যন্ত্র) নিয়ে যায়নি। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। বাসা থেকে কিছু দূর পর্যন্ত ক্যামেরায় তাঁর অবস্থান শনাক্ত করা গেছে। একপর্যায়ে সেটি আর সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।