মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল
মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল

মৃত অবস্থায় আনা হয় হাসপাতালে, অভিযোগ নির্যাতনে মৃত্যু

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শনিবার ভোরে নজরুল ইসলাম (৪৩) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মৃত অবস্থায় আনা হয়। তাঁর পরিবারের অভিযোগ, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তাঁর বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে চার-পাঁচজন তাঁকে তুলে নিয়ে নির্যাতন করে। এতেই তাঁর মৃত্যু হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন প্রথম আলোকে বলেন, কে বা কারা নজরুলকে তুলে নিয়ে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁরা লোক মারফত ওই হাসপাতালে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি মারা গেছেন বলে খবর পান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নজরুল ইসলামের মামা কামাল হোসেন মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, খিলগাঁও এলাকায় তাঁর ভাগনে ফুটপাতে পুরি-শিঙাড়া বিক্রি করতেন। গতকাল রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে তাঁর স্ত্রীও সেখানে গিয়েছিলেন। ওই বাহিনীর সদস্যরা বলেছিলেন, তাঁর ভাগনের কাছে মাদক রয়েছে, পরে তাঁকে নির্যাতন করা হয়। পরে ভোর চারটার দিকে নজরুলের স্ত্রী স্বামীকে নিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলামের গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকায় বসবাস করতেন। তাঁর দুই সন্তান রয়েছে।

ওসি মো. দাউদ হোসেন বলেন, ব্যবসায়ী নজরুল ইসলামের পরিবার এখনো থানায় অভিযোগ দেয়নি। থানায় অভিযোগ দেওয়ার পর মামলা নেওয়া হবে।