প্রদর্শনী দেখছেন (বাঁ থেকে) যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও সৈয়দা রিজওয়ানা হাসান
প্রদর্শনী দেখছেন (বাঁ থেকে) যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও সৈয়দা রিজওয়ানা হাসান

জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর

প্রদর্শনীতে জুলাই-জাগরণ

২০২৪ সালের জুলাই–আগস্টের উত্তাল সময়ে প্রথম আলো প্রিন্ট, অনলাইন ও অন্যান্য মাধ্যমে আন্দোলনের প্রতিটি ঘটনা তুলে নিয়ে আসে বস্তুনিষ্ঠভাবে। প্রথম আলো ১ জুলাই থেকে ৬ আগস্ট ২০২৪ পর্যন্ত ১ হাজার ৯৩৪টি সংবাদ প্রকাশ করেছিল। প্রায় ২৫০ ঘণ্টা চলা লাইভ স্ক্রলিংয়ে আন্দোলনের প্রতিটি মুহূর্ত মূর্ত হয় ওঠে। ৫ আগস্ট সকালে সাভারে সংঘটিত গণহত্যার রোমহর্ষ ভিডিও সেই প্রদর্শনীকে ঘিরে নিয়ে আসে প্রথম আলো। এ ছাড়া মোহাম্মদপুরে সংগঠিত গণহত্যার ভিডিও আনে প্রথম আলো। এ দুটি ভিডিও এরই মধ্যে যে দেশ-বিদেশে তুমুল আলোড়ন তুলেছে। এর সবকিছু নিয়ে প্রথম আলো আয়োজন করেছিল একটি বিশেষ প্রদর্শনী— ‘জুলাই–জাগরণ’।

এ প্রদর্শনীতে আলোকচিত্র ও সংবাদের পাশাপাশি জুলাইয়ের শহীদদের স্মরণ করা হয়েছিল তাঁদের ব্যবহৃত দ্রব্যাদি প্রদর্শনের মধ্য দিয়ে। শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহীদ জাবির ইব্রাহীম, শহীদ নাঈমা সুলতানা, শহীদ মাহামুদুর রহমান সৈকত ও শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের ব্যবহৃত দ্রব্যাদি প্রদর্শনের মাধ্যমে জুলাই শহীদদের স্মরণ করা হয়। শহীদের রক্তাক্ত জামাকাপড়, আইডি কার্ডসহ ব্যবহৃত অন্য দ্রব্যাদি দর্শনার্থীদের দিয়েছে যেন তাঁদের নিবিড় সান্নিধ্য। প্রদর্শনীর সবচেয়ে বেদনাবিধুর অংশ ছিল এটি।

একই সঙ্গে জুলাইয়ের গণজোয়ার রুখে দেওয়ার জন্য বিগত সরকারের বর্বরোচিত প্রচেষ্টার চিহ্ন মেয়াদোত্তীর্ণ অত্যন্ত বিপজ্জনক কাঁদানে গ্যাসের শেল, পাশাপাশি রাবার বুলেট, ছররা গুলি, গ্রেনেডের পিন, প্রাণঘাতী বুলেটের খোসা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

এ দেশের প্রতিটি আন্দোলনে একেকটি শিল্পকর্ম আমরা প্রতীক হয়ে উঠতে দেখি। বায়ান্নর ভাষা আন্দোলনে মুর্তজা বশীরের লিনোকাটে ‘রক্তাক্ত একুশে’, উনসত্তরের গণ-অভ্যুত্থানে শামসুর রাহমানের কবিতা ‘আসাদের শার্ট’, একাত্তরের মহান স্বাধীনতা আন্দোলনে কামরুল হাসানের পোস্টার ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে পাভেল রহমানের আলোকচিত্র ‘নূর হোসেন’। ২০২৪ সালের জুলাই-জাগরণের প্রতীক হয়ে ওঠা শহীদ আবু সাঈদ উঠে এসেছেন শহীদ কবিরের এচিংয়ে।

প্রথম আলো ২০২৫ সালের ২৪-৩১ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আট দিনব্যাপী এই প্রদর্শনী উদ্বোধন করেছিলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও শারমীন এস মুরশিদ এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। প্রদর্শনীটি দর্শনার্থীদের আবারও ফিরিয়ে নিয়ে যায় আন্দোলনমুখর সেই দিনগুলোতে; আন্দোলনের আবেগকে করে তোলে আরও বেগবান।