Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামে করোনায় নতুন রোগী শনাক্ত ৫২

করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা) নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৪২। একই সময় চট্টগ্রামে করোনা সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।

আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৩১১। মারা গেছেন ১ হাজার ৩৬২ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ১৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে নগরের ৩৬ জন ও বিভিন্ন উপজেলার ১৬ জন রয়েছেন।
আগের দিন চট্টগ্রামে ২ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১ দশমিক ৫৫।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। চট্টগ্রামে একই বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। সে বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।