Thank you for trying Sticky AMP!!

টানা ২৮ দিন করোনায় মৃত্যু নেই

করোনাভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২৮ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ হাজার ৮৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬০। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৪৪।

গত ২৪ ঘণ্টায় দেশে যে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের ৩৩ জনই ঢাকা বিভাগের। এর বাইরে চট্টগ্রাম ও রংপুরে একজন করে শনাক্ত হয়েছেন। খুলনা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে কারও করোনা শনাক্ত হয়নি।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩৮ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।