Thank you for trying Sticky AMP!!

মানিকগঞ্জে করোনায় বৃদ্ধের মৃত্যু

করোনাভাইরাস

করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে মানিকগঞ্জে বশির আহমেদ (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২২। হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত বশির আহমেদের বাড়ি সদর উপজেলার ঘোস্তা গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে গত ২২ নভেম্বর বশির আহমেদ জেলা সদর হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর নমুনা সংগ্রহ করে কর্নেল মালেক মেডিকেল কলেজের পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়। গত শনিবার ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে। আজ ভোররাত সাড়ে চারটার দিকে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বশিরের মৃত্যু হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ বলেন, সকালে মৃত ব্যক্তির মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে যান। পরে স্বাস্থ্যবিধি মেনে তাঁর মরদেহ দাফন করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪০ জনের। তাঁদের মধ্যে মারা গেছেন ২২ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৬ জন। বাকি ৪২ জন বাসায় ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।