Thank you for trying Sticky AMP!!

করোনা শনাক্ত ৮ জনের, সবাই ঢাকার

করোনা রোগী শনাক্ত হচ্ছে

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) আটজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা সবাই ঢাকার বাসিন্দা। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।  

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৩৪  জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৭১। গতকাল এই হার ছিল শূন্য দশমিক ৪৪।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৭ হাজার ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সর্বশেষ ৪২১ জনসহ সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৮৫৭ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন।

তিন বছর আগে ২০২০ সালের এ সময়ে পরিস্থিতি ছিল ঠিক বিপরীত। ওই বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা দেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তৎকালীন পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা। ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের। করোনার সংক্রমণ শুরুর পর কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। এরপর গত জানুয়ারি মাস করোনা শনাক্তে সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে এসে শনাক্তের সংখ্যা আরও কমে গেছে। গত মাসে ২৭৩ জনের করোনা শনাক্ত হয়, যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বনিম্ন করোনা শনাক্ত।

Also Read: করোনা শেষ হয়নি, তবে আতঙ্ক নেই