Thank you for trying Sticky AMP!!

দেশে ৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

করোনা রোগী শনাক্ত হচ্ছে

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এর আগের দিন দেশে ২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই দিন মৃত্যু হয়েছিল একজনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ শনাক্ত হওয়া চারজনই ঢাকা জেলার বাসিন্দা। এ সময় সারা দেশে ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ২৩। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৯৫।

Also Read: লকডাউনে লাভের চেয়ে ক্ষতি বেশি

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৯ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ১৩৯ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।

Also Read: দুই সপ্তাহে করোনা শনাক্তের হার বেড়েছে