নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ তাঁর পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালিব হোসেন, তাঁর ছেলে ফয়সাল মিয়া ও বাবু মিয়া, ভাই আতাউর রহমান ও জসিম মিয়া।
সোনারগাঁ থানার ওসি রিজাউল হক জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।