Thank you for trying Sticky AMP!!

কুয়েত যাওয়ার সময় দুই রোহিঙ্গা নারী আটক

প্রতীকী ছবি

কুয়েত যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। তাঁরা হলেন, জাবেদা খাতুন (৬৪) ও জামিলা বেগম (৬০)। আজ শনিবার সকালে এই দুই রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশের বিশেষ শাখা (সিটি এসবি)। আজ ভােরবেলা কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে কুয়েত যাওয়ার কথা ছিল। কিন্তু উড়োজাহাজে ওঠার আগে তাঁদের আটক করে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্রে জানা গেছে, সকালে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে জাবেদা খাতুন ও জামিলা বেগম নামের দুই রোহিঙ্গা নারীর ঢাকা থেকে কুয়েত যাওয়ার খবর পায় ইমিগ্রেশন পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ করে রোহিঙ্গা হিসেবে তাঁদের পরিচয় নিয়ে নিশ্চিত হয়। জাবেদা ও জামিলা নামের দুই রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টে বিদেশ যাচ্ছিলেন। কুয়েত থেকে তাঁদের সৌদি আরবের জেদ্দা যাওয়ার কথা ছিল। জাবেদা খাতুনের পাসপোর্ট দেওয়া হয় নারায়ণগঞ্জ জেলা থেকে এবং জামিলা বেগমের পাসপোর্ট দেওয়া হয় চট্টগ্রাম থেকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া প্রথম আলোকে বলেন, জামিলা ও জাবেদা নামের আটক দুই নারী কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন। সেখান থেকে তাঁরা বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করেন। তবে এই দুই রোহিঙ্গা নারীর বিদেশ যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।