কেরানীগঞ্জে 'বন্দুকযুদ্ধে' ঢাকার 'সিক্সটি ফাইভ মনির' নিহত

ঢাকার কেরানীগঞ্জে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীর মোহাম্মদপুরের মনির হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দাবি, নিহত ব্যক্তি ‘সন্ত্রাসী’। তিনি ‘সিক্সটি ফাইভ মনির’ নামে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে ঢাকার কয়েকটি থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার আঁটি ভাওয়াল এলাকায় কথিত বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

র‌্যাব-২ এর ভাষ্য, গতকাল রাত পৌনে ১২টার দিকে জানা যায়, ঢাকার মোহাম্মদপুর এলাকার সন্ত্রাসী মনির হোসেন ওরফে সিক্সটি ফাইভ মনির (৬৫) কেরানীগঞ্জের আঁটি ভাওয়াল এলাকায় তাঁর সহযোগীদের নিয়ে অবস্থান করছেন। এ সময় র‌্যাব-২-এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালালে সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। গুলিবিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় মনিরকে পাওয়া যায়। কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত মনিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা দেন।

ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি পিস্তল, একটি শুটারগান, পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে র‍্যাব।

র‌্যাব-২-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, মনির মোহাম্মদপুরের সন্ত্রাসী ছিলেন। তিনি ‘সিক্সটি ফাইভ মনির’ নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরসহ কয়েকটি থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র নিয়ন্ত্রণ মামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, গোলাগুলির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।