Thank you for trying Sticky AMP!!

ঘরের ভেতরে গাঁজার গাছ!

নিজ বাড়িতে ছাউনিবিহীন একটি ঘরের ভেতর তিনি গাঁজার গাছ রোপন করেছিলেন। দিনে-দিনে ঘরের ভেতর গাঁজার গাছটি বেড়ে ওঠে। পরিপক্ক হওয়ার পর সেই গাছের গাঁজাও বিক্রি করা শুরু করেন। ঘরের ভেতর গাঁজার গাছ রয়েছে, তা বাইরে থেকে কারও বোঝার উপায় ছিল না।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের জাহেদ আলী নামে এক ব্যক্তি প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে গাঁজার চাষ করছিলেন।তবে শেষ পর্যন্ত পুলিশের চোখ এড়িয়ে যেতে পারেনি। গতকাল রোববার রাতে ১২ ফুট উচ্চতার সাত কেজি ওজনের একটি গাঁজার গাছসহ তাঁকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা–পুলিশ। আজ সোমবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

থানা–পুলিশ জানায়, জাহেদ আলী তাঁর বাড়ির একটি ঘরে গাঁজার গাছ রোপন করেন। যে ঘরে গাঁজার গাছ রোপন করা হয়েছিল, সেই ঘরের ওপরে কোনো ছাউনি ছিল না। গাঁজার গাছটি পরিপক্ক হওয়ায় জাহেদ আলী সেই গাছের গাঁজা বিক্রি করছিলেন। খরব পেয়ে গতকাল রাতে জাহেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ জাহেদ আলীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁকে আজ কারাগারে পাঠানো হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এ ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।