
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের সামনে ‘মারধরের’ ওই ঘটনা ঘটে।
এই ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মামুন হাসান। তিনি আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র।
অভিযুক্ত ছাত্রলীগের নেতা আহমেদ আরিফ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র। আহমেদ আরিফ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক উপসম্পাদক।
লিখিত অভিযোগে মামুন বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনিসহ রসায়ন বিভাগের ৫ জন ছাত্র সালাম বরকত হলের সামনে দ্বিতীয় বর্ষের চলমান ফাইনাল পরীক্ষা নিয়ে কথা বলছিলেন। এ সময় আহমেদ আরিফ সেখানে গিয়ে তাঁকে চড়-থাপ্পড় ও শারীরিকভাবে আঘাত করেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আহমেদ আরিফ বলেন, ‘কাউকে মারধর করিনি। ওই রাতে চার-পাঁচ জন আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁদের মধ্যে একজন উচ্চস্বরে কথা বললে তাঁকে নিষেধ করি এবং তাঁকে বুঝিয়ে হলে চলে যেতে বলি। এর বেশি কিছু না।’
প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, তিনি অভিযোগ হাতে পেয়েছেন। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।