Thank you for trying Sticky AMP!!

জুতা পায়ে বিজয়স্তম্ভে ওঠায় অধ্যক্ষের ওপর হামলা

কলেজ অধ্যক্ষের জুতা পরে বিজয়স্তম্ভের বেদিতে ওঠার এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জুতা পরে বিজয়স্তম্ভে ওঠায় হামলার শিকার হয়েছেন এক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। উপজেলার সরকারি ডিগ্রি কলেজ মাঠে সোমবার সকালে জুতা পায়ে পুষ্পার্ঘ্য অর্পণ করার পর কলেজ প্রাঙ্গণেই হামলার শিকার হন তিনি।

হামলায় আহত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু তাহের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে ইচ্ছাকৃতভাবে নয়, বরং ভুলবশত জুতা পায়ে বিজয়স্তম্ভে উঠে পড়েছিলেন বলে দাবি করেছেন তিনি।

উলিপুর সরকারি ডিগ্রি কলেজের হিসাবরক্ষক শামসুল আলম বলেন, বিজয় দিবস উপলক্ষে কলেজের অস্থায়ী বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভুলবশত জুতা পায়ে বেদিতে উঠে শ্রদ্ধা নিবেদন করেন। তখন কে বা কারা ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ছবিটি দেখে বহিরাগত ছেলেরা কলেজ গেট প্রাঙ্গণে তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। পরে তাঁকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ফখরুল ইসলাম জানান, অধ্যক্ষের শরীরে কিল-ঘুষি এবং লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘খবর পেয়ে আহত অধ্যক্ষকে দেখতে হাসপাতালে যাই। ভুলবশত জুতা পায়ে বিজয় স্তম্ভে ওঠার বিষয়টি স্বীকার করেছেন তিনি। তবে কে বা কারা হামলা করেছে, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।’ এ ঘটনায় অধ্যক্ষের পক্ষ থেকে থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।