Thank you for trying Sticky AMP!!

জেলের ঘর থেকে ৭ কেজি ওজনের রুই মাছ জব্দ করলেন ইউএনও

হালদা নদীতে অবৈধভাবে জাল ফেলে ধরা রুই মাছ জব্দ করা হয়েছে। হাটহাজারী, চট্টগ্রাম, ১ মে। ছবি: এইচ এম মনসুর আলী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক জেলের ঘর থেকে প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীর সাত কেজি ওজনের মা রুই মাছ জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের জেলে মোহাম্মদ সামশু আলমের (৪০) ঘর থেকে মাছটি জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন।

ইউএনও মোহাম্মদ রুহুল আমীন প্রথম আলোকে বলেন, সামশু অবৈধভাবে হালদা নদীতে জাল ফেলে সাত কেজি ওজনের মা রুই মাছটি ধরেছিলেন। মাছটির দৈর্ঘ্য ২৪ ইঞ্চি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে মাছটি জব্দ করা হয়েছে। মাছ শিকারি পালিয়েছেন। তাঁকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বৃষ্টি হলেই হালদা নদীর মা মাছগুলো ডিম ছাড়বে। তাই এ সময় মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। মাছ রক্ষায় উপজেলা প্রশাসন নদীতে টহল অব্যাহত রেখেছে বলেও জানান ইউএনও রুহুল আমীন।