বিয়ের চার দিনের মাথায় বউসহ শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে এক ব্যক্তি খুন হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরহাসান গ্রাম থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মো. জাকির হোসেন (২৪)। এ ঘটনায় পুলিশ আজ জিজ্ঞাসাবাদের জন্য জাকিরের শ্বশুরপক্ষের দুজনকে থানায় নিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চার দিন আগে চরহাসান গ্রামের আশরাফ উদ্দিনের মেয়ে রাবেয়া আক্তারের (১৯) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে জাকির হোসেনের। বিয়ের পর গতকাল নতুন বউকে নিয়ে জাকির নিজের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। জাকিরের পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে যান। বিকেলে পরিবারের সদস্যরা ফিরে যান। জাকির ও তাঁর স্ত্রী রাতে থেকে যান। রাত একটার দিকে জাকির শৌচাগারের উদ্দেশে বের হওয়ার পর আর ঘরে ফেরেননি। সকালে শ্বশুরবাড়ির লোকজন তাঁর খোঁজ করতে শুরু করেন। একপর্যায়ে শ্বশুরবাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে একটি রাস্তার পাশে জাকিরের লাশ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, মৃতদেহের শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। তবে গলায় একটি গেঞ্জি প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে—এখনো তা স্পষ্ট নয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাকিরের শ্বশুরপক্ষের দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।