Thank you for trying Sticky AMP!!

মাছের ঝুড়িতে ইয়াবা পাচারের সময় দুই রোহিঙ্গা গ্রেপ্তার

ফাইল ছবি

চট্টগ্রামে বিশেষ কৌশলে মাছের ঝুড়িতে করে ইয়াবা পাচার করার সময় দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী পুলিশের মইজ্জারটেকের চেকপোস্টের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ৫ হাজার ৫৬০টি ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ ইসমাইল (২৮) ও নুর ফয়সালকে (৩২)। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁরা বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন।

পুলিশের তথ্যমতে, গতকাল রাতে কক্সবাজার থেকে বাসে করে ঢাকায় যাচ্ছিলেন মোহাম্মদ ইসমাইল ও নুর ফয়সাল। মইজ্জারটেকের চেকপোস্টের কাছে পৌঁছালে তাঁদের ঝুড়ি তল্লাশি করে পুলিশ। ওই সময় একটি ঝুড়ির নিচে বিশেষ কৌশলে রাখা ৫ হাজার ৪৬০টি ইয়াবা পাওয়া যায়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ ইসমাইল হলেন মূল ইয়াবা পাচারকারী। নুর ফয়সাল তাঁর সহযোগী।

এ বিষয়ে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হবে।