Thank you for trying Sticky AMP!!

রহস্যময় ব্যাগ থেকে যা বেরোল

বোমা সন্দেহে রাতভর ব্যাগটি ঘিরে রাখা হয়। ছবি: আনোয়ার হোসেন

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজমোড় বাস টার্মিনাল এলাকায় গতকাল রোববার বেলা ১১টার দিকে একটি লাল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ব্যাগটি নিতে কেউ না আসায় সন্ধ্যার দিকে পুলিশে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বোমা সন্দেহে কড়া নিরাপত্তায় রাতভর ব্যাগটি পাহারা দেয় পুলিশ। আজ সোমবার সকালে পুলিশের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়। ব্যাগ খুলে মানুষের হাত-পা কাটা মৃতদেহ পাওয়া যায়।

লাশটি পুরুষের। ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, পাটগুদাম বাস টার্মিনাল এলাকার একজন ব্যবসায়ী গতকাল বেলা ১১টার দিকে লাল রঙের একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন। দিনভর ব্যাগটি পড়ে থাকার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটির ভেতর খুব ভারী কিছু আছে বলে সন্দেহ করে। পরে বোমা সন্দেহে ব্যাগটি ঘিরে রাখে পুলিশ। আজ সকালে পুলিশের বিশেষজ্ঞ দল ব্যাগটি খুলে দেখে, ভেতর চার স্তরে পলিথিন মোড়ানো কিছু রয়েছে । পলিথিন সরিয়ে হাত-পা কাটা একটি মৃতদেহ পাওয়া যায়, যা পুরুষের।

পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, ‘আমাদের ধারণা, এটি খুব ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে ব্যাগটিতে মাছি বসতে শুরু করে। এতে অনেকের সন্দেহ হয় ব্যাগটিতে মানুষের লাশ থাকতে পারে। পাটগুদাম বাস টার্মিনাল এলাকা ময়মনসিংহ নগরের ব্যস্ততম এলাকা। গতকাল সন্ধ্যা থেকে ব্যাগটি ঘিরে ছিল উৎসাহী মানুষের ভিড়।