Thank you for trying Sticky AMP!!

র‍্যাবের বিশেষ অভিযানে অস্ত্রসহ 'শুটার লিটন' গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিশেষ অভিযানে হত্যাসহ সাত মামলার আসামি শুটার লিটন (৩২) ও তাঁর সহযোগী লারাকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গতকাল মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। আজ বুধবার র‍্যাব-১০ এর পক্ষ থেকে এই গ্রেপ্তারের কথা জানানো হয়।

র‍্যাব-১০ সূত্র জানায়, গ্রেপ্তারের সময় শুটার লিটনের কাছে থেকে দুটি বিদেশি পিস্তল ও ২৫টি গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে নয়টায় যাত্রাবাড়ী এলাকার বিবির বাগিচা থেকে প্রথমে শুটার লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত আড়াইটার সময় তাঁর সহযোগী লারাকে ধরা হয়। লিটনকে রাতেই যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। লারাকে আজ হস্তান্তর করা হবে।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, শুটার লিটন ও লারার বিরুদ্ধে হত্যাসহ বেশ কিছু মামলা রয়েছে।

শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, সম্প্রতি শুটার লিটন জামিনে ছাড়া পান। এরপর নানাভাবে বিভিন্নজনকে হুমকি দিতে থাকেন। এর পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার কর হয়।