Thank you for trying Sticky AMP!!

শ্রীপুরে কথিত পীরের আস্তানা উচ্ছেদ, ছয় ভক্ত গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলার শিমরাপাড়ায় বনের জমিতে গড়ে ওঠা কথিত পীরের আস্তানা উচ্ছেদ করেছে বন বিভাগ। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় কথিত পীরের ছয় ভক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সেকান্দার (৬০), নজরুল ইসলাম (২৮), সাফিজ উদ্দিন (৩৫), মাহফুজ (২৪), রাসেল (২৪) ও ফজলুল হক (৪৫)।
বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, জয়গুরু মনির শাহ নামের এক ব্যক্তি ২০০৬ সালে শিমরাপাড়া এলাকায় তাঁর ভক্তের দেওয়া ১ শতাংশ জমিতে ‘হেরাবন’ নামে আস্তানা গড়ে তোলেন। পরে তিনি বিভিন্ন সময় পাশের শিমরাপাড়া বন বিটের ৩ দশমিক ৭০ একর জমি দখল করেন। এ জমির দখল ছেড়ে দিতে একাধিকবার মৌখিক নির্দেশ দেওয়া হলেও তিনি শোনেননি।