অপরাধপ্রবণতা বাড়ার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়
অপরাধপ্রবণতা বাড়ার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ২৬

মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে রাজধানীর মোহাম্মদপুরে চালানো এক অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চিহ্নিত মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত অপরাধীরা।

বৃহস্পতিবার দিনভর চলা এই অভিযানে মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে দেশি অস্ত্র ও মাদকও উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুর থানা সূত্র জানায়, সম্প্রতি এলাকায় অপরাধপ্রবণতা বাড়ার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত ২৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আলী (৩৯), পলাশ (২৭), রাকিব (২২), শ্রাবণ (২৭), শরীফ (৩১), শাফিন (২০), রাব্বি (১৯), শাহাজাদা (৩২), রুবেল (২৬), রহিত (২২), রুবেল মেহেদী (২০), আকাশ (২০), তাজ উদ্দিন (২৮), জাবেদ (৩২), সালাউদ্দিন (২৭), রেন্টু (৩২), শাকিল (২০), সফিক (৩২), আনিস (২৫), রনি (২২), সাগর (১৯), তোজাফুল (৩৫), সাদ্দাম (২৪), আকিব, আমেন (৩২) এবং তাহমিনা (২৬)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত এই অভিযান চলবে।