মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদের’ সাবেক আহ্বায়কের মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণখান এলাকার একটি বাসা থেকে আজ শনিবার দুপুরে আরমান আহমদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি সংগঠনের সাবেক আহ্বায়ক বলে পুলিশ জানিয়েছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা প্রথম আলোকে বলেন, আজ বেলা দুইটার দিকে দক্ষিণখানের উত্তর ফায়দাবাদ এলাকায় নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরমানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দক্ষিণখান থানা–পুলিশ সূত্রে জানা গেছে, আরমান আহমদকে তাঁর নিজ বাসার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ধরে ডাকাডাকির পর সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। বাবা, মা ও স্ত্রীর সঙ্গে ওই বাসায় থাকতেন তিনি।

ওসি তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আরমান আহমদ জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন, এমন তথ্যও পাওয়া যাচ্ছে।

সায়েন্সল্যাব মোড়ে  বিক্ষোভ

দক্ষিণখানে আরমান আহমদের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় আটকে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনার রহস্য উন্মোচন করে অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তাঁরা। শিক্ষার্থীদের দাবি, আরমান আহমদকে হত্যা করা হয়েছে।

শনিবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় আটকে বিক্ষোভের কারণে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় বিশ মিনিট বিক্ষোভের পর রাত ১১টার দিকে রাস্তা ছেড়ে দেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দক্ষিণখান থেকে আরমান আহমদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হলেও শিক্ষার্থীদের দাবি তাঁকে হত্যা করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করা হয়েছিল। ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বিক্ষোভকারীরা চলে গেছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।