
রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর এলাকায় গতকাল শনিবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, মাদক কারবার ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদাবর থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ১২ জনের মধ্যে ৪ জন মাদক মামলার আসামি, ১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, ৫ জন ডিএমপি অধ্যাদেশ লঙ্ঘন করেছেন এবং ২ জনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির মামলা রয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ১টি চাপাতি, ১টি চায়নিজ কুড়াল ও মাদক বিক্রির ৪ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
আদাবর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলামিন (২২), শাওন হাওলাদার (২০), আজিজুল হক (৩৭), নুর উদ্দিন ইসলাম (১৮), নাদিম হোসেন (২০), রনি ব্যাপারী (২৩), শাহিনুর ইসলাম (২২), রাজু আহম্মেদ (৩২), রিজিকা (৪৫), মরিয়ম (২১), রাজু (২০) ও সুজন দে।
অন্যদিকে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনকে ডাকাতির প্রস্তুতিকালে এবং ১১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হিসেবে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি সামুরাই তরবারি, একটি রামদা ও একটি লোহার কুড়াল।
মোহাম্মদপুরে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবদুল লতিফ (৫২), লাল মিয়া (১৯), কবিরুল (২০), তরিকুল (২১), রুবেল (২৬), তৌহিদুল আলম (২৭), ফাহাদ (২০), সুমন (২২), দেলোয়ার দিলু (৩৫), নুরুল ইসলাম (৩২), আরমান (৩৭), নাদিম (৪০), তাসিব টাইকা (২২), আনোয়ার (৪৫), জুলহাস (৩৫) ও টিপু (৪০)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।