মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, ধর্ষণের শিকার হয়েছে বলছে পুলিশ

রাজধানীর কামরাঙ্গীচর থেকে শরিফুল ইসলাম (১৪) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পূর্ব রসুলপুরের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পুলিশ বলছে, শরিফুল ধর্ষণের শিকার হয়েছে। বিষয়টি কাউকে কিছু বলতে না পারায় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

কামরাঙ্গীচর থানার উপপরিদর্শক (এসআই) রাধা বর্মন বলেন, ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় শরিফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই রাধা বর্মন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শরিফুল যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এ ছাড়া আর অন্য কোনো কারণে সে আত্মহত্যা করেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শরিফুল স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত জানিয়ে রাধা বর্মন বলেন, সে হিফজ বিভাগ থেকে সম্প্রতি হাফেজ হয়েছে।

শরিফুলের ভাই শাহীন হাসান বলেন, শরিফুল হিফজ পাস করে তিন দিনের ছুটিতে বাড়িতে আসে। তিন দিন শেষ হলে বাবা তাকে মাদ্রাসা যেতে বলেন। কিন্তু সে মাদ্রাসায় যেতে চায়নি। রাতে একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাত ১১টার দিকে ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।