মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার

রাজধানীর তুরাগে নিখোঁজের চার মাস পর পরিবহন ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজধানীর তুরাগ এলাকা থেকে চার মাস আগে নিখোঁজ হওয়া পরিবহন ব্যবসায়ী আনারুল হোসেন শিকদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার তুরাগের একটি বাস ডিপো থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রোববার এ তথ্যগুলো জানানো হয়। পুলিশ বলছে, ব্যবসায়ী আনারুল হোসেনকে খুন করে তুরাগের ওই বাস ডিপোর ভেতরেই পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজনক তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বাসের চালক ও নিরাপত্তাকর্মী মিলে আনারুল হোসেনকে নির্মমভাবে হত্যা করেন। এরপর লাশ গুম করতে বাস ডিপোর ভেতরেই পুঁতে রাখেন তাঁরা।

আনারুল হোসেন শিকদার গত ১৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। রাজধানীর তুরাগ থানায় এ নিয়ে ১৮ জানুয়ারি সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। সম্প্রতি তুরাগ থানা–পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তাঁরা আনারুলকে হত্যা করার কথা স্বীকার করেন। এরপর তাঁদের দেখানো স্থান থেকে রোববার আনারুলের লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মুহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, সোমবার সংবাদ সম্মেলনে এ বিষয় বিস্তারিত জানানো হবে।