Thank you for trying Sticky AMP!!

কৃষি ব্যাংকের ৩ কর্মকর্তাসহ পাঁচজনের কারাদণ্ড

আদালত

কৃষি ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাতের মামলায় কৃষি ব্যাংকের সাবেক তিন কর্মকর্তাসহ পাঁচজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক এস এম জিয়াউর রহমান আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম।

দণ্ডিত পাঁচ আসামি হলেন কৃষি ব্যাংকের সাভার শাখার তৎকালীন ব্যবস্থাপক মাফতুন আহমদ (৫৯), বীরেন দাস (৫৬) ও আবুল হোসেন (৫৮) এবং মনো প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের মালিক এ কে এম এ বাশার (৫৩) ও হোসনে আরা (৪৮)। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, জালিয়াতির মাধ্যমে কৃষি ব্যাংকের ৬৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০১৫ সালের ১৯ নভেম্বর আসামিদের বিরুদ্ধে সাভার থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ৫ নভেম্বর কৃষি ব্যাংকের তিন ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৯ সালের ১ অক্টোবর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ প্রমাণের জন্য দুদকের পক্ষ থেকে ১১ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।