Thank you for trying Sticky AMP!!

আদালত

চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের পাঁচজনকে সাজা

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় চাঁদাবাজি ও গণউপদ্রবের অভিযোগে তৃতীয় লিঙ্গের পাঁচজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার তাঁদের এ সাজা দেওয়া হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডিত পাঁচজন হলেন বাবলি (২৪), অপু আক্তার (৩০), রিয়া চক্রবর্তী (১৮), কেয়া মনি (২৪) ও রানু মন্ডল (১৮)।

ওসি ইয়াসির আরাফাত খান বলেন, চাঁদাবাজি ও গণউপদ্রবের অভিযোগে শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর এলাকা থেকে তৃতীয় লিঙ্গের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন। আদালতের আদেশ অনুযায়ী পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।