রাজধানীর মতিঝিল এলাকায় এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে একজন নারী রিকশায় করে বাসায় ফিরছিলেন। এ সময় তিনজন ছিনতাইকারী রাজারবাগ এলাকায় রিকশার গতিরোধ করেন। তাঁরা হত্যার হুমকি দেখিয়ে ওই নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যান।
পুলিশ কর্মকর্তা মেজবাহ উদ্দিন আরও বলেন, খবর পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে পুলিশ। এতে পুলিশের তিনটি দল অংশ নেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা মতিঝিলের আরামবাগে গেলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, ছিনতাইকারীদের দলের নেতা দ্বীন ইসলাম। তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। অন্য দুজন হলে জাহাঙ্গীর কবির (৩৫) ও মো. শরীফ (১৯)। তাঁদের বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে ছিনতাই করে আসছিলেন।