Thank you for trying Sticky AMP!!

গুলশান থানার মাদক মামলায় মডেল পিয়াসার বিচার শুরু

ফারিয়া মাহাবুব পিয়াস

রাজধানী গুলশান থানায় করা মাদক মামলায় কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোরশেদ আলম এ আদেশ দেন। আগামী ১৭ এপ্রিল মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। ওই আদালতের বেঞ্চ সহকারী সাইদুর রহমান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জামিনে থাকা আসামি ফারিয়া মাহাবুব অভিযোগ গঠনের সময় আদালতে হাজির ছিলেন। অভিযোগ গঠনের সময় নিজেকে নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন তিনি।

২০২১ সালের ১ আগস্ট রাজধানীর গুলশানের ভাড়া বাসা থেকে বিদেশি মদ, ইয়াবাসহ ফারিয়া মাহাবুব পিয়াসাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাঁর বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে খিলক্ষেত ও ভাটারা থানায় আরও দুটি মামলা হয়।

Also Read: মাদক মামলায় ‘মডেল’ পিয়াসার স্বীকারোক্তি

গুলশান থানার মামলাটি তদন্ত করে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে বলা হয়, পিয়াসার বাসা থেকে জব্দ করা বিদেশি মদ, বিয়ার, সিসা, ইয়াবা সম্পর্কে সঠিক কোনো জবাব দিতে পারেননি তিনি।

অভিযোগপত্রে আরও বলা হয়, আসামি ফারিয়া মাহাবুব সমাজের উঁচু স্তরের মানুষের সঙ্গে চলাফেরা করতে পছন্দ করতেন। নিয়মিত তাঁদের সঙ্গে মাদক সেবন করতেন। আসামি বিভিন্ন ক্লাব থেকে মাদক কিনে বাসায় রাখতেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তবে ফারিয়া মাহাবুবের আইনজীবী হাসান জহির আদালতে লিখিতভাবে বলেছেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তাঁকে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে।