
রাজধানীর শ্যামপুরে এক প্রবাসী ব্যক্তির স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই নারীর নাম জান্নাতুন নেসা (২২)। আজ শনিবার বেলা তিনটায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য জান্নাতুন নেসার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন শ্যামপুর থানার উপপরিদর্শক নুরুজ্জামান।
নুরুজ্জামান বলেন, আজ দুপুরের পর জান্নাতুন নেসাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের পর গৃহবধূ জান্নাতুন নেসার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে জানান পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান। তিনি বলেন, জান্নাতুন নেসার স্বামী মো. শহীদ দুবাই থাকেন। সম্প্রতি তিনি দেশে আসেন। চার দিন আগে আবার দুবাই ফিরে গেছেন তিনি।