হাতকড়া
হাতকড়া

আজিমপুরে জাল নোটসহ গ্রেপ্তার ২

রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টার এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৮৮ হাজার ২০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁরা হলেন—সুমন হোসেন (২২) ও আহান (২২)।

আজ শুক্রবার র‍্যাব ১০–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ জাল নোট সরবরাহকারী চক্রের সদস্য। তাঁরা ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করেছিলেন।