খুলনা নগরের শিববাড়ী এলাকায় গত সোমবার বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট করা হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা ছবি
খুলনা নগরের শিববাড়ী এলাকায় গত সোমবার বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট করা হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা ছবি

ইসরায়েলবিরোধী বিক্ষোভকালে হামলা-ভাঙচুরের ঘটনায় ৭২ জন গ্রেপ্তার

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে গত সোমবার বিক্ষোভ চলাকালে কয়েকটি শহরে ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের এই তথ্য আজ বুধবার সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, এসব ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ১০টি মামলা করা হয়েছে। আরও তদন্ত চলছে।

এসব নিন্দনীয় কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরও মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিবৃতিতে জানানো হয়।

এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আজ সকাল ৮টা নাগাদ এই ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, খুলনায় গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জন, সিলেটে ১৯, চট্টগ্রামে ৫, গাজীপুরে ৪, নারায়ণগঞ্জে ৪, কুমিল্লায় ৩ ও কক্সবাজারে ৪ জনকে।