র্যাবের ভাষ্য অনুযায়ী, পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়া রাজনৈতিক কোন্দল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের জেরে খুন হয়েছেন। এ ঘটনায় সাভার থেকে মনির হোসেন ও টঙ্গী থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। র্যাব বলছে, এরা মিরপুর অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী ‘ফোর স্টার’ গ্রুপের সদস্য।