নিহত আল আদিয়াত
নিহত আল আদিয়াত

প্রেমিকার পরিকল্পনায় তরুণ খুন

প্রেমঘটিত দ্বন্দ্বে ঢাকার কেরানীগঞ্জের তরুণ আল আদিয়াতকে হত্যা করেছে তার সাবেক কলেজপড়ুয়া প্রেমিকা ও নতুন প্রেমিক সৌদিপ্রবাসী মো. আরাফাত। আদিয়াতের একাধিক প্রেমে ক্ষিপ্ত হয়ে ৩ নভেম্বর গাজীপুরের পুবাইলে তাকে কৌশলে ডেকে নিয়ে চলন্ত অটোরিকশায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। হাত-পা বেঁধে মরদেহ ফেলে দেয় হত্যাকারীরা। অপহরণ মামলার তদন্তে ডিবি ওয়ারী বিভাগ এই হত্যারহস্য উদ্‌ঘাটন করে ৬ জনকে গ্রেপ্তার করেছে, যারা আদিয়াত হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।