বিদেশি গোয়েন্দা সংস্থার পরিচয় দেওয়া এনায়েত করিমকে ঢাকা বিমানবন্দরে আনতে যান এক ডিআইজি পদমর্যাদার পুলিশ কর্মকর্তা। ৬ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্র থেকে এসে পাঁচ তারকা হোটেলে ছিলেন, যার ভাড়া দেন জাতীয় পার্টির কাজী মামুনুর রশিদ। জিজ্ঞাসাবাদে জানা যায়, এনায়েত করিম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতারণা করতেন। অতীতেও প্রতারণার অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি রিমান্ডে আছেন। তার সাথে জড়িত কয়েকজনের বিষয়ে তদন্ত চলছে।