Thank you for trying Sticky AMP!!

ধারাভাষ্যকারের তালিকা থেকে ওয়াকারের নাম প্রত্যাহারে অভিযোগ কেন নয়

হাইকোর্ট ভবন

সাকিব আল হাসানকে নিয়ে ‘বিরূপ সমালোচনার’ জন্য আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকারের তালিকা থেকে ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারে আইসিসিতে অভিযোগ জানাতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

গতকাল মঙ্গলবার প্রথম আলোর খেলা পাতায় একটি লেখা ছাপা হয়। শিরোনাম ছিল, ‘ইতিহাস’ হয়েও বিতর্কে সাকিব।

Also Read: সাকিব ঠিক করেছেন, সাকিব ঠিক করেননি

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবার টাইমড আউট হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস

নিবন্ধটি যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খান গতকালই হাইকোর্টে রিটটি করেন। আজ আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

পরে আইনজীবী ওয়ালিউর রহমান খান প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বোর্ড সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ১৯ নভেম্বর রুল শুনানির জন্য তারিখ ধার্য করেছেন আদালত।

Also Read: ইতিহাসের প্রথম ‘টাইমড আউট’: কী বলছেন রমিজ–স্টেইন–ওয়াকাররা

গত সোমবার বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনে ‘টাইমড আউট’ হন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। এ নিয়ে কড়া সমালোচনা করেন ধারাভাষ্যকার ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার।

Also Read: হেলমেটের সমস্যার আগেই ম্যাথুসকে ‘টাইমড আউট’ নিয়ে সতর্ক করেছিলেন আম্পায়ার