ডেঙ্গুতে আক্রান্ত ১০ বছরের সোহানা ছয় দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গতকাল দুপুরে মুগদা মেডিকেলে
ডেঙ্গুতে আক্রান্ত ১০ বছরের সোহানা ছয় দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গতকাল দুপুরে মুগদা মেডিকেলে

ডেঙ্গুর চরিত্রে বদল, বাড়ছে নভেম্বরের ঝুঁকি

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের সংক্রমণ ও মৃত্যুর ধরনে পরিবর্তন এসেছে। পূর্বে জুলাই-আগস্টে সংক্রমণ বেশি থাকলেও, এখন অক্টোবর মাসে সংক্রমণ এবং নভেম্বরে মৃত্যুহার সর্বোচ্চ। জনস্বাস্থ্যবিদ বে-নজির আহমেদ প্রথাগত পদ্ধতি বাদ দিয়ে ডেঙ্গু মোকাবিলায় কৌশল পরিবর্তনের কথা বলেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর সর্বোচ্চ। বিশেষজ্ঞরা ডেঙ্গুর সময়ভিত্তিক প্রবণতা পর্যালোচনার ওপর জোর দিয়েছেন।