Thank you for trying Sticky AMP!!

করোনা শনাক্ত ১৫ জনের, মৃত্যু নেই

করোনা রোগী শনাক্ত হচ্ছে

দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সর্বশেষ শনাক্ত হওয়া ১৫ জনই ঢাকার বাসিন্দা।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫০৭ জনের কাছ থেকে নেওয়া নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ২ দশমিক ৯৬ শতাংশ। এ সময় সুস্থ হয়েছেন ৬ জন।
দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৮ হাজার ৩১৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৮১৭ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪৬ জন।

তিন বছর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় সরকার। করোনাভাইরাসের কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা গতকাল শুক্রবার প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস ঘোষণায় বলেন, করোনাভাইরাস এখনো উল্লেখযোগ্য একটি ঝুঁকি হিসেবে রয়ে গেছে। সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা তুলে নেওয়ার মানে এই নয় যে বিপদ কেটে গেছে। পরিস্থিতি বদলে গেলে আবার জরুরি অবস্থা জারি করা হতে পারে।