অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত, আহত ৪

দুর্ঘটনায় ট্রাক ও অটোরিকশা খাদে পড়ে যায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ইলিয়াছ পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। দুর্ঘটনায় ট্রাক ও অটোরিকশা খাদে পড়ে যায়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম জুয়েল। তিনি বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক প্রথম আলোকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অবৈধভাবে চলাচলকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে যানবাহন দুটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে জুয়েল নিহত হন।