
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সত্ত্বেও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা কমছে না। গতকাল শনিবার রাতেও উপজেলার চাম্বল, শীলকূপ ও গন্ডামারা ইউনিয়নে অভিযান চালিয়ে প্রার্থীদের জরিমানা করা হয়। এ নিয়ে গত ৪ দিনে বিভিন্ন ইউনিয়নের ৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ২০ জন সদস্য প্রার্থীকে ২ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বিকেল চারটার পর থেকে উপজেলার চাম্বল, শীলকূপ ও গন্ডামারা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এ সময় রাত আটটার পর মাইকের ব্যবহার, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় শীলকূপ ইউনিয়নে ২ জন চেয়ারম্যান প্রার্থী ও গন্ডামারা ইউনিয়নের ১ জন চেয়ারম্যান ও ৩ জন সাধারণ সদস্য প্রার্থীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তা ছাড়া গন্ডামারা ইউনিয়নের একজন সদস্য প্রার্থীকেও আট হাজার টাকা জরিমানা করে দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণ করা হয়।
খোন্দকার মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, এ নিয়ে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ২০ জন সাধারণ সদস্য প্রার্থীকে ২ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, সব প্রার্থীকে আচরণবিধি মানতে বাধ্য করা হবে।