
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরা দুই নারীসহ পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার রাতে তাঁদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে আসা ৫৯ জনের করোনা শনাক্ত হলো।
জেলা সিভিল সার্জনের কার্যালয় ও স্থলবন্দর সূত্র জানায়, শুক্রবার ২৩৩টি নমুনার ফলাফল আসে। তাঁদের মধ্যে ভারতফেরত ৫ জনসহ ৩৫ জন করোনার ফলাফল পজিটিভ আসে। আক্রান্ত ৩৫ জনের মধ্যে সদর উপজেলার ১২ জন, আখাউড়ার ৬ জন, আশুগঞ্জের ১১ জন, নবীনগরের ৩ জন, সরাইলে ১ জন ও কসবা উপজেলায় ২ জন রয়েছেন। ভারতফেরত পাঁচজনের করোনা পরীক্ষার জন্য ১৯ জুন নমুনা সংগ্রহ করা হয়। এর আগে ১৮ ও ১৯ জুন স্থলবন্দর দিয়ে আসা তিন ভারতীয় তরুণীসহ আটজনের করোনা শনাক্ত হয়। ভারতীয় তিন তরুণী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। তাঁরা ১৪, ১৫ ও ১৬ জুন বাংলাদেশে আসেন।
সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে আরও দুই নারীসহ ভারতফেরত পাঁচজনের করোনা শনাক্ত হয়। ১৯ জুন তাঁদের নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত ভারতফেরত ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত ১ হাজার ৯৩৮ জন বাংলাদেশে ফিরেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ ও ভারত উভয় দেশের নাগরিক রয়েছেন। এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ১৪৩ জন ভারতীয় নাগরিকও আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ১৩৭ জনকে ঢাকার ব্র্যাক লার্নিং সেন্টারে ও ৭ জনকে বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ আলম প্রথম আলোকে বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৬ এপ্রিল থেকে ২৪ জুন পর্যন্ত ১ হাজার ৯৩৮ জন বাংলাদেশে ফিরেছেন। বর্তমানে তাঁদের মধ্যে জেলায় ২৫৪ জন কোয়ারেন্টিনে রয়েছেন।
শুক্রবার রাত পর্যন্ত জেলায় ৪ হাজার ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৩ হাজার ৭৪৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত ৬০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।