আট ঘণ্টার ব্যবধানে মেঘনা নদী থেকে মিলল দুই লাশ

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

আট ঘণ্টার ব্যবধানে মেঘনা নদীর কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোহনা থেকে পা বাঁধা অবস্থায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার লাশ দুটি উদ্ধার করে ভৈরব নৌ থানা-পুলিশ। দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তি হলেন আইয়ুব খান (৪২)। তিনি আশুগঞ্জের বাহাদুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। আইয়ুবের লাশ উদ্ধার হয় সন্ধ্যা ছয়টার দিকে। তাঁর পা ও হাত বাঁধা ছিল। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, প্রথম লাশটি উদ্ধার হয় সকাল ১০টায় মেঘনা নদীর ভৈরব রেলওয়ে সেতু এলাকা থেকে। তবে পরিচয় শনাক্ত হয়নি। নিহত ব্যক্তির বয়স হবে ৩০ থেকে ৩২ বছরের মধ্যে। তাঁর শুধু পা বাঁধা ছিল। মাথায় চারটি আঘাতের চিহ্ন রয়েছে। পরনে রয়েছে কালো গেঞ্জি ও গামছা।

নৌ পুলিশ বলছে, আইয়ুব খান দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে ভৈরবসহ আশপাশের থানায় অন্তত ১০টি ডাকাতি মামলা রয়েছে। অস্ত্র ও খুনের একাধিক মামলা আছে। কয়েক মাস আগে তিনি ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হন এবং জেল খেটে কিছুদিন আগে বের হয়ে আসেন।

ভৈরব নৌ থানার ইনচার্জ সাইদুর রহমান বলেন, আঘাতের ধরন ও আলামত দেখে মনে হচ্ছে একটি চক্রের হাতে খুন হয়ে থাকতে পারেন। তাঁরা অন্য লাশটির পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন।