Thank you for trying Sticky AMP!!

আমাদের গণধোলাই দিতে পারলে দিক: নিক্সন চৌধুরীর বক্তব্যের জবাবে কাদের মির্জা

নিক্সন চৌধুরী ও আবদুল কাদের মির্জা

ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী ‘এলোমেলো কথাবার্তা’ বলেন দাবি করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, ‘আমাদের গণধোলাই দিতে পারলে দিক।’

গতকাল রোববার ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি অনুষ্ঠানে সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন আবদুল কাদের মির্জাকে ‘পাগল’ আখ্যায়িত করে পাবনায় পাঠানোর কথা বলেন। এরপর বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আবদুল কাদের মির্জা এসব কথা বলেন। কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই। ১৬ জানুয়ারি অনুষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।

সাংসদ নিক্সন চৌধুরীর বক্তব্যের বিষয়ে কাদের মির্জা প্রথম আলোকে বলেন, ‘কত বড় ঔদ্ধত্য সে দেখায়। ১৬ তারিখের নির্বাচনে মানুষ ৭৭ শতাংশ ভোট দিয়ে তাদের জবাব দিয়ে দিছে। এর (নিক্সন চৌধুরী) জবাবও মানুষ দিয়ে দিবে। এই ছেলের বিষয়ে আমি আর কী মন্তব্য করব।’ তিনি বলেন, ‘সে তো দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাফরউল্ল্যাহ সাহেবের মতো ভালো লোকের বিরুদ্ধে ভোট করেছে এবং অনিয়ম করে ভোটে জিতেছে।’

নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘নিক্সন চৌধুরী এসি ল্যান্ডকে গালি দিয়েছে। তার বিরুদ্ধে মামলা করেছে ইউএনও। এখন হাইকোর্টে জামিনে আছে। এই ছেলে এলোমেলো কথাবার্তা বলে, তাকে কী জন্য যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে ঢুকানো হয়েছে, আমি জানি না।’ তিনি শেখ সেলিম এবং চিফ হুইপ লিটন চৌধুরীকে (নূর ই আলম চৌধুরী) বলেছেন, ‘ভাই একে সামলান।’

Also Read: কাদের মির্জাকে নিয়ে নিক্সন: পাগলারে পাবনায় আটকান, নাইলে এমন গণধোলাই খাবেন...