এসএসসি ২০২২ ব্যাচের সিলেবাস ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ করার দাবিতে ঢাকার সাভারে মানববন্ধন ও মহাসড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সাভার থানার পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে স্থানীয় বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
প্রত্যক্ষদর্শী ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, মহামারি করোনার কারণে এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনার পর্যাপ্ত সুযোগ পায়নি। করোনার বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিমধ্যেই সিলেবাস ৩০ শতাংশ কমানো হলেও অল্প সময়ের মধ্যে সিলেবাসের বাকি ৭০ ভাগ শেষ করা সম্ভব নয়। তাই পুরো সিলেবাস থেকে ৭০ ভাগ কমিয়ে ৩০ ভাগ রাখার দাবি তাদের।
দাবি আদায়ে বেলা একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সাভার মডেল থানা–পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। পরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা ১০ থেকে ১৫ মিনিটের মতো সড়কে অবস্থান নিয়েছিল। পরে তাদের বোঝানো হলে তারা চলে যায়। মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।