Thank you for trying Sticky AMP!!

করোনা থেকে সুস্থ লক্ষ্মীপুরের ১৬ পুলিশ প্লাজমা দিতে ঢাকায়

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ লক্ষ্মীপুর জেলা পুলিশের ১৬ সদস্য প্লাজমা দিতে এখন ঢাকায়।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ লক্ষ্মীপুর জেলা পুলিশের ১৬ জন সদস্য প্লাজমা দান করতে ঢাকায় গিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁরা ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ লাইনস হাসপাতালে পৌঁছান।

এর আগে জেলা পুলিশ লাইনস থেকে ওই পুলিশ সদস্যরা বিকেলে বাসে করে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। প্লাজমা দেওয়া শেষে তাঁরা জেলায় কর্মস্থলে যোগ দেবেন।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর জেলায় এ পর্যন্ত পুলিশের ৮৭ জন সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত হন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮০ জন সদস্য। সুস্থ সদস্যদের মধ্যে ১৬ জনকে ঢাকায় পাঠানো হয়েছে প্লাজমা দান করতে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামান বলেন, ‘দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লক্ষ্মীপুর জেলা পুলিশের প্রতিটি সদস্য সম্মুখযোদ্ধা হিসেবে মাঠে কাজ করেছেন। যে কারণে আমাদের আক্রান্তের হার বেশি। আমরা এ দুর্যোগের সময়ে মানুষের পাশে কাজ করতে চাই। এ জন্য ১৬ পুলিশ সদস্য স্বেচ্ছায় কোভিড-১৯–এ আক্রান্ত অন্য রোগীদের সুস্থ করতে প্লাজমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’